POSTED ON 09 Aug 2021
জি জনাব, আপনি সত্যিই তাঁদের বন্ধু ৷ কি, বিশ্বাস হচ্ছেনা? বুঝেছি, আজকাল শুধু কথায় চিড়ে ভেজে না, আর আমিও আপনাকে শুধু "কথার" কথাই বলছি না, আমি সাথে করে জলে ভেজানো চিড়ে এনেছি, যাতে করে আপনাকে আর কষ্ট করে হাড়ি থেকে জল ঢালতে না হয়, আপনাকে ভালোবাসি বলে বাড়তি হিসেবে গুড়টাও আমিই নিয়ে এসেছি, আপনি শুধু ভেজা চিড়েটাতে গুড় মাখাবেন আর তা খাবেন কিন্তু একদমই সঠিক সময়ে ৷ আপনাকে কিন্তু চিড়া-মিঠার খোঁজ রাখতে হবে যেটা আপনার হাতের মুঠোয় আছে, অন্যথায় খাবেন কিভাবে ৷
দরুন আমার বাড়ি সেই প্রত্যন্ত অজপাড়াগাঁয়ে৷ কিছুদিন হলো মাত্র বিদ্যুতের সাক্ষাৎ মিলেছে, তাও অধিকাংশ সময় লোডশেডিং৷ প্রায় এক ক্রোশ হাটা বা নাম মাত্র কিছু গাড়ির মাধ্যমে থানা শহরে পৌছাতে পারি৷ আসলে থানা শহর হলেও যতটা উন্নত বা সুযোগ সুবিধা থাকার কথা, তা অনেকটাই অনুপস্থিত ৷ যেমন ধরুন আমাদের বর্তমান মৌলিক চাহিদা ছয়টি, যার মধ্যে খাদ্য আর বাসস্থান বাদে বস্ত্র, শিক্ষা, চিকিৎসা এবং চিত্ত বিনোদনের চাহিদা পূরণের তেমন আধুনিক ব্যবস্থা নেই বললেই চলে৷ এর মধ্যে সঠিক আর মানসম্মত চিকিৎসা পাওয়ার সৌভাগ্য আমাদের হয়না তেমন, কারণ, থানা শহরে যে চিকিৎসা কেন্দ্র আছে, তাতে অধিকাংশ সময় ডাক্তার থাকেনা, তাছাড়া ডাক্তারদের ব্যক্তিগত চেম্বারও নেই তেমন যে, রোগীরা সেখান থেকে সেবা নিবে৷ এমতাবস্থায় কাঙ্খিত সেবা পেতে কষ্টের আর সীমা থাকে না ৷ যদিও অনেকেই জেলা, বিভাগীয় বা রাজধানীতে থাকা আত্মীয় বা পরিচিতদের সাহায্যে অভিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয় আর কাঙ্খিত সেবা লাভ করে৷ কিন্তু তা আর কত জন! আবার অনেকেই অনেক ধকল সহ্য করে শহরে যায় ঠিকই, কিন্তু প্রয়োজনীয়, অভিজ্ঞ এবং সরকার অনুমোদিত ডিগ্রি ধারী চিকিৎসকের সাক্ষাৎ লাভে ব্যর্থ হয়৷ কারণ, আজকাল মানুষের সুস্থতা আর জীবন নিয়েও চলে বানিজ্য, সরাসরি বলতে গেলে দালালের খপ্পরে পরে অনেকেই আশাহত হয়ে ফিরে আসে৷ আবার অনেককেই দেখা যায় তার অসুস্থতার জন্য দিশেহারা হয়ে ওঠে বা নিজেকেই নিজে অভিশাপ দেয়, কারণ, তিনি জানেন না কিভাবে-কোথায়-কখন কোন ডাক্তার রোগী দেখেন৷ যেমন ধরুন, থানা শহরে তেমন সুবিধা না থাকলেও জেলা শহরে কিন্তু অনেক ডাক্তারের সমাগম ঘটে৷ এদের সাথে সাক্ষাৎ করার সময় নির্ধারণ করার জন্য আবার সেই আগের মতো ধকল পোহাতে হয়না আজকের দিনে প্রযুক্তির এতো উৎকর্ষ সাধনের দরুন৷ উদাহরণ স্বরূপ বলা যায়, daktarbook.com এ যদি আপনার একটি এ্যাকাউন্ট থাকে, তাহলে নিমিষেই আপনি সারা বাংলার(বাংলাদেশের) সকল ধরণের ডাক্তারের অবস্থান বা চেম্বার, অর্থাৎ তাঁরা সপ্তাহে কোনদিন-কখন-কোথায় বসে রোগীদের চিকিৎসা সেবা দিয়ে থাকেন, তাঁদের সিরিয়াল কিভাবে পাবেন, তাঁদের কার কেমন ডিগ্রি, দেশে-বিদেশে কে কোথায় পড়ালেখা/প্রশিক্ষণ নিয়েছেন, কোন ডাক্তার কোন রোগের বিশেষজ্ঞ, এক কথায় বললে আপনি অসুস্থ হয়ে ডাক্তারের সেবা নেয়ার আগে একজন ডাক্তারের ব্যাপারে যা যা জানা দরকার আর যেসব উপায়ে সিরিয়াল নিবেন, এই ব্যাপারে আপনার একান্ত সহকারী হিসেবে আপনাকে সকল সময় সকল ধরণের সাহায্য করার জন্য প্রস্তুত আছে daktarbook.com ৷এইভাবে সকল ডাক্তারই আপনার বন্ধু হয়ে যাবেবি:দ্র: - এখানে আপনি ঐসকল ডাক্তারদেরই তথ্য পাবেন, কেবল যারা বাংলাদেশ সরকার কতৃক অনুমোদিত ৷
Share Now :